মূল হারালাম লাভ করতে এসে
মূল হারালাম লাভ করতে এসে দিয়ে ভাঙ্গা নায়ে বোঝায় ঠেসে।
জনমভাঙ্গা তরী আমার বল ফুরালো জলসেঁচে।।
গলুই ভাঙ্গা জলুই খসা বরাবরই এমনই দশা।
গাবকালিতে যায় না কসা কী করি তার নাই দিশে।।
কতো ছুতোর ডেকে আনি সারিতে এই ভাঙ্গা তরণী।
এক জাগায় খোঁচ গড়তে অমনি আর এক জাগায় যায় ফেঁসে।।
যে ছুতোরের নৌকা গঠন তাঁরে যদি পেতাম এখন।
লালন বলে মনের মতোন সারতাম তরী তাঁর কাছে।।
আশা করি নিচের এই গান গুলো আপনার অবশ্যই ভালো লাগবে
ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভুলা যায়
শ্যামের প্রেম বাই লালন কন্যা তুরিন
এই ভিডিও না দেখলে মিস করবেন মুশাররফ করিম গান করতেসে
Thanks for Watching.
Please Like, Comment, Share & Subscribe Channel.
No comments:
Post a Comment