Album : Ghora
Band : Shohojia
লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ
সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার
আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ
নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার
লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা
আর বলি কি
Band : Shohojia
লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ
সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার
আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ
নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার
লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা
আর বলি কি
No comments:
Post a Comment