Song : Vor theke rat
Album : Ghora
Band : Shohojia
ভোর থেকে রাত
আঁধার থেকে আলো
তোমার সাথে রঙের খেলা
সাদা হতে কালো
সবুজ থেকে লাল
লাল থেকে নীল
নীল মানে আকাশ ওড়ে
সাগর গাঙচিল
স্বপ্নের মতো সত্যি
একটা রঙ ঘরে
একটা কথা এখন বলি
একটা শুনো পরে
একটা ভাঙ্গা পেন্সিল
আর অর্ধেক খাতা লেখা
অর্ধেক রঙ চুরি গেল
তাই অর্ধেক ছবি আঁকা
রঙটা কোথায় ছিল
রঙটা কোথায় গেল
তোমার সাথে খুঁজছি রঙ
সাদা হতে কালো
সব রঙ মিলে এক হয়ে যায়
এক রঙ সব কিছু
অন্য কোথাও বেড়াতে যাচ্ছি
রঙ ছোটে পিছু পিছু
সামনে পেছনে দুই ভাগ করে
সময় নিচ্ছি সাথে
পুরোটা সময় ঘড়ির মধ্যে
ঘড়ি আছে কার হাতে
সময় একটা রঙ
রঙের কথা বলো
তোমার আমার ঘরেই কিন্তু
ঈশ্বর রঙ পেল
No comments:
Post a Comment