Song : Grora
Album : Grora
Band : SHohojia
এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে
আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে
জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে
সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে
Album : Grora
Band : SHohojia
এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে
আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে
জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে
সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে
No comments:
Post a Comment