Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু
চকলেট স্বাদে মন
থাকে না বেশিক্ষণ
চাই আরো কিছু
মাউসের ক্লিক ক্লিক
দুনিয়াটা ঝিকমিক
তুমি আমি ঝিকমিক
মাউসের ক্লিক ক্লিক
কিছু বুঝি না
ভালো লাগে না
কি খুঁজি না
চাই আরো কিছু আরো কিছু আরো কিছু
সারাদিন সারারাত
সব লোক গালি দেয় তালি দেয়
সব হাত সব মুখ সব চোখ
বলে যায় সব হোক
কিছুতেই
তুমি কে আমি কে
বলবে না কেউ
বলছে না কেউ
দেশ নেই রেশ নেই শেষ নেই
তারপর ঘোড়া ছুট
ছুট-ছুট ছোটে
ঘোড়া কোন দেশে
কিছু মনে নেই
উন্মাদ বেঁচে আছে
সাইরেন বাজছে
মাথাটা ধরছে
No comments:
Post a Comment