Saturday, April 28, 2018

ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন || Na dekhle chorom miss korben


ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন ||  Na dekhle chorom miss korben

না দেখলে বিশ্বাসই করবেন না যে এতটুকু একটা পিচ্চি দেশ-মহাদেশ সম্পর্কে এতো জানে 

পৃথিবীর মহাদেশ কয়টি ও কি কি?
বাংলাদেশের বিভাগ কয়টি?
বিভাগের নাম গুলো কি?
কোন বিভাগে কতটি জেলা?
জেলা গুলোর নাম কি?
এই সবগুলো প্রশ্নের অবাক করা উত্তর দিচ্ছে এতটুকুন একটা পিচ্চি।
না দেখলে কখনোই বিশ্বাস করবেন না! নিজে দেখুন ও শেয়ার করে অপর কে দেখার সুযোগ করে দিন।






Please শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন।

Sunday, April 22, 2018

gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...



Gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...








Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...

Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...



মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে Milon Hobe koto dine amar moner manuser o sone



শিরোনামঃ মিলন হবে কত দিনে

লালনগীতি

ডাউনলোড লিঙ্কঃ https://youtu.be/YlMhrJeuojw



মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে।।

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছি কালো শশী

হব বলে চরণ দাসী,

ও তা হয় না কপাল গুণে।।









মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে।।

যখন ও-রূপ স্মরণ হয়,

থাকে না লোকলজ্জার ভয়

লালন ফকির ভেবে বলে সদাই

ও প্রেম যে করে সেই জানে।।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song

চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song



Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু

Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু



ki ak ochin pakhi puslam khachay by Fokir Aliur Rahaman ।। কি এক অচিন পা...

ki ak ochin pakhi puslam khachay by Fokir Aliur Rahaman ।। কি এক অচিন পাখি পুষলাম খাঁচায় 



Bina pagale goria kachi by Fokir Harun Sha ।। বিনা পাগালে গড়িয়ে কাচি ।। ...



Bina pagale goria kachi by Fokir Harun Sha ।। বিনা পাগালে গড়িয়ে কাচি



Amer pram ki jabe bifole ।। Fokir Abul Hoshen Sha ।। আমার প্রেম কি যাবে ...





Amer pram ki jabe bifole popular lalongiti by Fokir Abul Hoshen Sha ।। আমার প্রেম কি যাবে ...





juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনাল অ...

juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনাল



juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনালঅফিসিয়াল বাই সরলপুর ব্যান্ড





Ami kothay pabo tare by Sorolpur Band || আমি কোথায় পাবো তারে আমার মনের ম...



ami kuthay pabo tare popular lalon song by sorolpur band original official 










ami kuthay pabo tare popular lalon song by sorolpur band original official.





Saturday, April 21, 2018

Musarraf karim er mojar nach o gan || মোশাররফ করিমের মজার নাচ ও গান || ...

দেখলে বুঝবেন না দেখলে কি মিস করতেছিলেন - মোশারফ করিমের অসাধারণ নাচের সাথে জবরদস্ত গান


Friday, April 20, 2018

shohojia

Ghoraaaaaaaaaaa   by  Shohojia




Vor Theke Raat Shohojia official | ভোর থেকে রাত আঁধার থেকে আলো তোমার স...



Song : Vor theke rat

Album : Ghora
Band : Shohojia

ভোর থেকে রাত
আঁধার থেকে আলো
তোমার সাথে রঙের খেলা
সাদা হতে কালো
















সবুজ থেকে লাল
লাল থেকে নীল
নীল মানে আকাশ ওড়ে
সাগর গাঙচিল

স্বপ্নের মতো সত্যি
একটা রঙ ঘরে
একটা কথা এখন বলি
একটা শুনো পরে
একটা ভাঙ্গা পেন্সিল
আর অর্ধেক খাতা লেখা
অর্ধেক রঙ চুরি গেল
তাই অর্ধেক ছবি আঁকা

রঙটা কোথায় ছিল
রঙটা কোথায় গেল
তোমার সাথে খুঁজছি রঙ
সাদা হতে কালো

সব রঙ মিলে এক হয়ে যায়
এক রঙ সব কিছু
অন্য কোথাও বেড়াতে যাচ্ছি
রঙ ছোটে পিছু পিছু
সামনে পেছনে দুই ভাগ করে
সময় নিচ্ছি সাথে
পুরোটা সময় ঘড়ির মধ্যে
ঘড়ি আছে কার হাতে

সময় একটা রঙ
রঙের কথা বলো
তোমার আমার ঘরেই কিন্তু
ঈশ্বর রঙ পেল

Chut By Shohojia official || Ghora shohojia band

Album : Ghora

Song : Chut
Band : Shohojia

এ সব আলো জ্বলে আছে সব রাস্তায়
মাঝ রাতেও সব দেখা যায়
সব পাওয়া হলো যেন কিছু নেই বাকি
তবু মন বলে কেন দৌড়াবি নাকি











ছুট ছুট ছুট
ঘোড়া ছুটে যায়

কোন দেশে যাবে
কোন ঠিকানায়
আমরা কেউ নই
ঘোড়াটার মত
আমদের খুরে নেই
সময়ের ক্ষত

ছুট ছুট ছুট
ছুটে ঘোড়া যা
কোন দেশে যাবে
কোন ঠিকানা
আমরা কেউ নই ঘোড়াটার মতো
আমাদের খুর-ই নেই

পুরোনো খেলাটা খেলতে জানি না
নতুন কোনো খেলা খুঁজে পাই না
দাঁড়ায়ে থাকাটা নিয়মে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই

পুরোনো খেলাটা খেলতে মানা
নতুন খেলাটার নেই ঠিকানা
দাঁড়ায়ে ছিল যে, দাঁড়ায়ে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই

সব আলো নিভে গেলে
নদীটার শিয়রে ঘুমাবো
আকাশ আকাশে রেখে
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো

Jadukor by shohojia official || যাদুকর || যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে...

Album: Ghora

Song : যাদুকর
Band : Shohojia

যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে
চোখে তাই রঙ আছে লেগে
রাতে ঘুম হয় না ভালো
চোখ বোজো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে










সাজঘরে নর্তকীর চোখের জলে
কাজল লেপ্টে গ্যাছে
জোকারম্যান মঞ্চে এল
এবার হাসো
এ পোড়া মনেতে কিসের অসুখ

যাদুকর চলে গ্যাছে...

Ghora By shohojia official || ghora || ঘোড়া

Song : Grora

Album : Grora
Band : SHohojia



এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে







আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে

জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে

সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে

Amader Kotha By Sohojia || আমাদের কথা || লাল কালো সাদা সবুজ আমাদের কথা ...


Song: আমাদের কথা
Album : Ghora
Band : Shohojia

লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ







সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার

আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ

নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার

লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা


আর বলি কি

Choto Pakhi By Shohojia || ছোট পাখি || Ghora || ভালোবাসার কেউ নেই কিছু নেই

ছোট পাখি ছোট পাখি
সর্বনাশ হয়ে গ্যাছে
পৃথিবীর প’রে আর
তোমার আমার
ভালোবাসার কেউ নেই কিছু নেই












ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই

ও পাখি ও পাখি
গানটা হেরে গ্যাছে
নদীটা ফিরে গ্যাছে
পাহাড়টা সরে গ্যাছে
সাগরটা মরে গ্যাছে
আদিবাসী শামুকের কোনো ঘর নেই

নেই নেই কিছু নেই
রাস্তার বাম নেই
শ্রমিকের ঘাম নেই
টাকাদের দাম নেই
চিঠিটার খাম নেই
আমাদের কারো কোনো নাম নেই

Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু



Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু



চকলেট স্বাদে মন

থাকে না বেশিক্ষণ
চাই আরো কিছু
মাউসের ক্লিক ক্লিক
দুনিয়াটা ঝিকমিক
তুমি আমি ঝিকমিক
মাউসের ক্লিক ক্লিক কিছু বুঝি না
ভালো লাগে না
কি খুঁজি না





চাই আরো কিছু আরো কিছু আরো কিছু
সারাদিন সারারাত
সব লোক গালি দেয় তালি দেয়
সব হাত সব মুখ সব চোখ বলে যায় সব হোক
কিছুতেই
তুমি কে আমি কে বলবে না কেউ বলছে না কেউ
দেশ নেই রেশ নেই শেষ নেই
তারপর ঘোড়া ছুট ছুট-ছুট ছোটে ঘোড়া কোন দেশে
কিছু মনে নেই
উন্মাদ বেঁচে আছে সাইরেন বাজছে
মাথাটা ধরছে

Featured Post

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7...