Generally this blog targeted to provide musical important or needed materials like as Music, Lyrics, Lesson, Live music, Music video or any other important data requested by you. If you request something to us we will try our best to provide them to you.
Monday, October 22, 2018
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7ixy
আইয়ুব বাচ্চু একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে AB নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music
Subscribe here : - http://tiny.cc/xw7ixy
আইয়ুব বাচ্চুর মৃত্যুর বিস্তারিতঃ
আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন জানিয়ে ডা. নাজিম বলেন, তার হার্টের কার্যক্ষমতা ছিলো ৩০ শতাংশ। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিচেয়ছিলেন। এখন তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে স্কয়ার হাসপাতালে ছুটে গেছেন তার শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুসারীরা। তার সংগীতাঙ্গনের সহকর্মীদের মধ্যে হাসপাতালে দেখা গেছে কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, কবির বকুল, এলিটা করিমকে। দেখা গেছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ শোবিজ অঙ্গনের অনেককেও।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। শৈশব থেকেই তিনি গান শুনতেন প্রচুর। একসময় নিজেও গাইতে শুরু করেন। এরপর শুরু করেন গিটার চর্চাও। কলেজে পড়ার সময় বন্ধুদের নিয়ে ‘গোল্ডেন বয়েজ’ নামে একটা ব্যান্ডদল গড়ে তোলেন, পরে অবশ্য এর নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাট নানা অনুষ্ঠানে তাদের এই ব্যান্ডদল গান করতো।
পরে বন্ধুরা যে যার মতো একেক দিকে ছড়িয়ে পড়লেও আইয়ুব বাচ্চু ব্যান্ডদল ‘ফিলিংস’র সঙ্গে যুক্ত হয়ে যান। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এই ব্যান্ডের লিডগিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’। বাংলা ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন আইয়ুব বাচ্চু মঞ্চ পারফরম্যান্সে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত এই গুণীশিল্পীর ডাকনাম রবিন। মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী হলেও আধুনিক, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়েছেন ‘এবি’।
আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো, ‘এই রূপালি গিটার ফেলে একদিন...’। এসব গান বছরের পর বছর ধরে দর্শকশ্রোতাদের মুখে মুখে।
তার একক অ্যালবামের মধ্যে- রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), একা (১৯৯৯), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ইত্যাদি উল্লেখযোগ্য। এলআরবি ব্যান্ডের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো- জীবনের গল্প (২০১৫), ফেরারী মন (১৯৯৬)।
কিংবদন্তি এই সংগীতশিল্পীর জীবনাবসানে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমেও তার স্মৃতিচারণ করে প্রয়াত এই শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা।
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে জেমস এর লাইভ কনসার্ট - https://youtu.be/CVEFArOHBuw
যে কারণে স্ত্রী−সন্তান থাকা সত্ত্বেও একা থাকতেন আইয়ুব বাচ্চু | আসল ঘটনাটা কী | Ayub Bacchu | LRB -
Link : - https://youtu.be/cXriJECBJiY
বেরিয়ে এলো আইয়ুব বাচ্চুর সেই গোপন দানের কথা, যা বেঁচে থাকতে কাওকে বলতে নিষেধ করে গেছেন - https://youtu.be/n2fUtkOe4P4
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music
Subscribe here : - http://tiny.cc/xw7ixy
Saturday, April 28, 2018
ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন || Na dekhle chorom miss korben
ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন || Na dekhle chorom miss korben
না দেখলে বিশ্বাসই করবেন না যে এতটুকু একটা পিচ্চি দেশ-মহাদেশ সম্পর্কে এতো জানে
পৃথিবীর মহাদেশ কয়টি ও কি কি?
বাংলাদেশের বিভাগ কয়টি?
বিভাগের নাম গুলো কি?
কোন বিভাগে কতটি জেলা?
জেলা গুলোর নাম কি?
এই সবগুলো প্রশ্নের অবাক করা উত্তর দিচ্ছে এতটুকুন একটা পিচ্চি।
না দেখলে কখনোই বিশ্বাস করবেন না! নিজে দেখুন ও শেয়ার করে অপর কে দেখার সুযোগ করে দিন।
বাংলাদেশের বিভাগ কয়টি?
বিভাগের নাম গুলো কি?
কোন বিভাগে কতটি জেলা?
জেলা গুলোর নাম কি?
এই সবগুলো প্রশ্নের অবাক করা উত্তর দিচ্ছে এতটুকুন একটা পিচ্চি।
না দেখলে কখনোই বিশ্বাস করবেন না! নিজে দেখুন ও শেয়ার করে অপর কে দেখার সুযোগ করে দিন।
Please শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন।
Sunday, April 22, 2018
gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...
Gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...
Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...
Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে Milon Hobe koto dine amar moner manuser o sone
শিরোনামঃ মিলন হবে কত দিনে
লালনগীতি
ডাউনলোড লিঙ্কঃ https://youtu.be/YlMhrJeuojw
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ দাসী,
ও তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song
চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song
Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু
Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু
ki ak ochin pakhi puslam khachay by Fokir Aliur Rahaman ।। কি এক অচিন পা...
ki ak ochin pakhi puslam khachay by Fokir Aliur Rahaman ।। কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়
Bina pagale goria kachi by Fokir Harun Sha ।। বিনা পাগালে গড়িয়ে কাচি ।। ...
Bina pagale goria kachi by Fokir Harun Sha ।। বিনা পাগালে গড়িয়ে কাচি
Amer pram ki jabe bifole ।। Fokir Abul Hoshen Sha ।। আমার প্রেম কি যাবে ...
Amer pram ki jabe bifole popular lalongiti by Fokir Abul Hoshen Sha ।। আমার প্রেম কি যাবে ...
juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনাল অ...
juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনাল
juboti radhe by sorolpur band original official || যুবতী রাধে ওরিজিনালঅফিসিয়াল বাই সরলপুর ব্যান্ড
Ami kothay pabo tare by Sorolpur Band || আমি কোথায় পাবো তারে আমার মনের ম...
ami kuthay pabo tare popular lalon song by sorolpur band original official
ami kuthay pabo tare popular lalon song by sorolpur band original official.
Saturday, April 21, 2018
Musarraf karim er mojar nach o gan || মোশাররফ করিমের মজার নাচ ও গান || ...
দেখলে বুঝবেন না দেখলে কি মিস করতেছিলেন - মোশারফ করিমের অসাধারণ নাচের সাথে জবরদস্ত গান
Friday, April 20, 2018
Vor Theke Raat Shohojia official | ভোর থেকে রাত আঁধার থেকে আলো তোমার স...
Song : Vor theke rat
Album : Ghora
Band : Shohojia
ভোর থেকে রাত
আঁধার থেকে আলো
তোমার সাথে রঙের খেলা
সাদা হতে কালো
সবুজ থেকে লাল
লাল থেকে নীল
নীল মানে আকাশ ওড়ে
সাগর গাঙচিল
স্বপ্নের মতো সত্যি
একটা রঙ ঘরে
একটা কথা এখন বলি
একটা শুনো পরে
একটা ভাঙ্গা পেন্সিল
আর অর্ধেক খাতা লেখা
অর্ধেক রঙ চুরি গেল
তাই অর্ধেক ছবি আঁকা
রঙটা কোথায় ছিল
রঙটা কোথায় গেল
তোমার সাথে খুঁজছি রঙ
সাদা হতে কালো
সব রঙ মিলে এক হয়ে যায়
এক রঙ সব কিছু
অন্য কোথাও বেড়াতে যাচ্ছি
রঙ ছোটে পিছু পিছু
সামনে পেছনে দুই ভাগ করে
সময় নিচ্ছি সাথে
পুরোটা সময় ঘড়ির মধ্যে
ঘড়ি আছে কার হাতে
সময় একটা রঙ
রঙের কথা বলো
তোমার আমার ঘরেই কিন্তু
ঈশ্বর রঙ পেল
Chut By Shohojia official || Ghora shohojia band
Album : Ghora
Song : Chut
Band : Shohojia
এ সব আলো জ্বলে আছে সব রাস্তায়
মাঝ রাতেও সব দেখা যায়
সব পাওয়া হলো যেন কিছু নেই বাকি
তবু মন বলে কেন দৌড়াবি নাকি
ছুট ছুট ছুট
ঘোড়া ছুটে যায়
কোন দেশে যাবে
কোন ঠিকানায়
আমরা কেউ নই
ঘোড়াটার মত
আমদের খুরে নেই
সময়ের ক্ষত
ছুট ছুট ছুট
ছুটে ঘোড়া যা
কোন দেশে যাবে
কোন ঠিকানা
আমরা কেউ নই ঘোড়াটার মতো
আমাদের খুর-ই নেই
পুরোনো খেলাটা খেলতে জানি না
নতুন কোনো খেলা খুঁজে পাই না
দাঁড়ায়ে থাকাটা নিয়মে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই
পুরোনো খেলাটা খেলতে মানা
নতুন খেলাটার নেই ঠিকানা
দাঁড়ায়ে ছিল যে, দাঁড়ায়ে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই
সব আলো নিভে গেলে
নদীটার শিয়রে ঘুমাবো
আকাশ আকাশে রেখে
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
Song : Chut
Band : Shohojia
এ সব আলো জ্বলে আছে সব রাস্তায়
মাঝ রাতেও সব দেখা যায়
সব পাওয়া হলো যেন কিছু নেই বাকি
তবু মন বলে কেন দৌড়াবি নাকি
ছুট ছুট ছুট
ঘোড়া ছুটে যায়
কোন দেশে যাবে
কোন ঠিকানায়
আমরা কেউ নই
ঘোড়াটার মত
আমদের খুরে নেই
সময়ের ক্ষত
ছুট ছুট ছুট
ছুটে ঘোড়া যা
কোন দেশে যাবে
কোন ঠিকানা
আমরা কেউ নই ঘোড়াটার মতো
আমাদের খুর-ই নেই
পুরোনো খেলাটা খেলতে জানি না
নতুন কোনো খেলা খুঁজে পাই না
দাঁড়ায়ে থাকাটা নিয়মে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই
পুরোনো খেলাটা খেলতে মানা
নতুন খেলাটার নেই ঠিকানা
দাঁড়ায়ে ছিল যে, দাঁড়ায়ে নেই
শহরের সীমানা বেড়ে চলছেই
সব আলো নিভে গেলে
নদীটার শিয়রে ঘুমাবো
আকাশ আকাশে রেখে
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
আমরা কি ছিলাম তা ভাববো
Jadukor by shohojia official || যাদুকর || যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে...
Album: Ghora
Song : যাদুকর
Band : Shohojia
যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে
চোখে তাই রঙ আছে লেগে
রাতে ঘুম হয় না ভালো
চোখ বোজো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে
সাজঘরে নর্তকীর চোখের জলে
কাজল লেপ্টে গ্যাছে
জোকারম্যান মঞ্চে এল
এবার হাসো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে...
Song : যাদুকর
Band : Shohojia
যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে
চোখে তাই রঙ আছে লেগে
রাতে ঘুম হয় না ভালো
চোখ বোজো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে
সাজঘরে নর্তকীর চোখের জলে
কাজল লেপ্টে গ্যাছে
জোকারম্যান মঞ্চে এল
এবার হাসো
এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে...
Ghora By shohojia official || ghora || ঘোড়া
Song : Grora
Album : Grora
Band : SHohojia
এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে
আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে
জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে
সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে
Album : Grora
Band : SHohojia
এ চাঁদ আকাশ যদি না পাস
দ্যাখ আমি আছি দাঁড়িয়ে
এ মন যখন ঠাই নেই কোনো
তুই কোথা যাস হারিয়ে
আলো ঘর পেরিয়ে
জোছনা ছাড়িয়ে
কোথা যাস হারিয়ে
জোনাকির কাছে কিছু আলো বাঁচে
আলো আঁধার এখানে মরে আছে
সাদা কালো সব নিচ্ছে লুটে
ঘোড়াটা ছোটে শুন্য মাঠে
Amader Kotha By Sohojia || আমাদের কথা || লাল কালো সাদা সবুজ আমাদের কথা ...
Album : Ghora
Band : Shohojia
লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ
সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার
আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ
নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার
লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা
আর বলি কি
Band : Shohojia
লাল কালো সাদা সবুজ
আমাদের কথা আর বলি কি
সব বোকা অবুঝ
সড়ক ছুটছে মহা সড়কে
সময় ছুটছে পথে তার
হারিয়েছে হাত ঘড়ি বহুবার
জানি গল্পটা আমাদের সবার
আমাদের ঈশ্বর বেঁচে নেই
নেই নির্বাণ হৃদয় পাখিটার
কাঁটাতারে আটকানো মৃত চোখ
বোকা এক ক্যামেরা দ্যাখে রোজ
নায়ক নেই এই সময়ের
পর্দা নেমে যাচ্ছে মঞ্চের
দর্শক সারিতে সব খেলোয়াড়
আর থেমে যায় ঘোড়াটার চিৎকার
লাল কালো সাদা সবুজ
এই আমাদের কথাটা
তাহাদের কথাটা
এই সময়ের কথা
আর বলি কি
Choto Pakhi By Shohojia || ছোট পাখি || Ghora || ভালোবাসার কেউ নেই কিছু নেই
ছোট পাখি ছোট পাখি
সর্বনাশ হয়ে গ্যাছে
পৃথিবীর প’রে আর
তোমার আমার
ভালোবাসার কেউ নেই কিছু নেই
ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই
ও পাখি ও পাখি
গানটা হেরে গ্যাছে
নদীটা ফিরে গ্যাছে
পাহাড়টা সরে গ্যাছে
সাগরটা মরে গ্যাছে
আদিবাসী শামুকের কোনো ঘর নেই
নেই নেই কিছু নেই
রাস্তার বাম নেই
শ্রমিকের ঘাম নেই
টাকাদের দাম নেই
চিঠিটার খাম নেই
আমাদের কারো কোনো নাম নেই
সর্বনাশ হয়ে গ্যাছে
পৃথিবীর প’রে আর
তোমার আমার
ভালোবাসার কেউ নেই কিছু নেই
ছোট পাখি ছোট পাখি
ভাঙচুর হয়ে গ্যাছে
শিশুদের খেলনা
আমাদের দোলনা
ডাকবাক্সের ঢাকনা
রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই
ও পাখি ও পাখি
গানটা হেরে গ্যাছে
নদীটা ফিরে গ্যাছে
পাহাড়টা সরে গ্যাছে
সাগরটা মরে গ্যাছে
আদিবাসী শামুকের কোনো ঘর নেই
নেই নেই কিছু নেই
রাস্তার বাম নেই
শ্রমিকের ঘাম নেই
টাকাদের দাম নেই
চিঠিটার খাম নেই
আমাদের কারো কোনো নাম নেই
Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু
Chocolate By Shohojia || chai aro kisu || চকলেট || চাই আরো কিছু
চকলেট স্বাদে মন
থাকে না বেশিক্ষণ
চাই আরো কিছু
মাউসের ক্লিক ক্লিক
দুনিয়াটা ঝিকমিক
তুমি আমি ঝিকমিক
মাউসের ক্লিক ক্লিক
কিছু বুঝি না
ভালো লাগে না
কি খুঁজি না
চাই আরো কিছু আরো কিছু আরো কিছু
সারাদিন সারারাত
সব লোক গালি দেয় তালি দেয়
সব হাত সব মুখ সব চোখ
বলে যায় সব হোক
কিছুতেই
তুমি কে আমি কে
বলবে না কেউ
বলছে না কেউ
দেশ নেই রেশ নেই শেষ নেই
তারপর ঘোড়া ছুট
ছুট-ছুট ছোটে
ঘোড়া কোন দেশে
কিছু মনে নেই
উন্মাদ বেঁচে আছে
সাইরেন বাজছে
মাথাটা ধরছে
Thursday, March 29, 2018
মোশাররফ করিম ও প্রভা'র বাংলা নাটকের জনপ্রিয় গান মায়াবনো বিহারিণী
দেখলে বুঝবেন না দেখলে কি মিস করতেছিলেন - মোশারফ করিমের অসাধারণ নাচের সাথে জবরদস্ত গান
Tuesday, March 27, 2018
Wednesday, March 21, 2018
মোশারফ করিমের স্ব-রচিত গান | কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার...
মোশারফ করিমের স্ব-রচিত গান
==> কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার
"কিওরে বিলাই মাউ মাউ মাউ"
আরো গান দেখতে চ্যানেল টি সাবস্ক্রাইব করুনমোশারফ করিমের আরো গান দেখতে ভিডিওর ডেসক্রিপশন এ লিংক দেখুন
ভালো লাগলে ভিডিও তে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
আর চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
গানের লিরিক
"কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার"
কথা ও সুর : মোশারফ করিমের
শুন্য থেকে আসে মানুষ শুন্যে চলে যায়
আয় শুন্য থেকে আসে মানুষ শুন্যে চলে যায়
বুঝে না বুঝে মানুষ বীজগণিত শিখায়
অংক কর অংক শিখ অংকের নাইরে মিল
অংক কর অংক শিখ অংকের নাইরে মিল
মনের ঘরে দারুন অংক সেই ঘরেতে কি
কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার
কেমন খেলা কে বা খেলোয়ার।
পাগল মন বাই তুরিন সরলপুর
দেহর উপর দেহ থুইলাম দিলের উপর দিল
দুইয়ে দুইয়ে পাঁচ হইলো কেন সাদা হইলো নীল
কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার
কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার
কেমন খেলা কে বা খেলোয়ার।
Subscribe to:
Posts (Atom)
Featured Post
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...
রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7...
-
Song : Vor theke rat Album : Ghora Band : Shohojia ভোর থেকে রাত আঁধার থেকে আলো তোমার সাথে রঙের খেলা সাদা হতে কালো ...
-
ছোট পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গ্যাছে পৃথিবীর প’রে আর তোমার আমার ভালোবাসার কেউ নেই কিছু নেই ছোট পাখি ছোট পাখি ভাঙচুর হয়ে ...
-
Album: Ghora Song : যাদুকর Band : Shohojia যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে চোখে তাই রঙ আছে লেগে রাতে ঘুম হয় না ভালো চোখ বোজো এ পো...