Monday, October 22, 2018

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...



রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7ixy



আইয়ুব বাচ্চু একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে AB নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।







রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music

Subscribe here : - http://tiny.cc/xw7ixy



আইয়ুব বাচ্চুর মৃত্যুর বিস্তারিতঃ

আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন জানিয়ে ডা. নাজিম বলেন, তার হার্টের কার্যক্ষমতা ছিলো ৩০ শতাংশ। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিচেয়ছিলেন। এখন তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে স্কয়ার হাসপাতালে ছুটে গেছেন তার শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুসারীরা। তার সংগীতাঙ্গনের সহকর্মীদের মধ্যে হাসপাতালে দেখা গেছে কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, কবির বকুল, এলিটা করিমকে। দেখা গেছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ শোবিজ অঙ্গনের অনেককেও।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। শৈশব থেকেই তিনি গান শুনতেন প্রচুর। একসময় নিজেও গাইতে শুরু করেন। এরপর শুরু করেন গিটার চর্চাও। কলেজে পড়ার সময় বন্ধুদের নিয়ে ‘গোল্ডেন বয়েজ’ নামে একটা ব্যান্ডদল গড়ে তোলেন, পরে অবশ্য এর নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাট নানা অনুষ্ঠানে তাদের এই ব্যান্ডদল গান করতো।

পরে বন্ধুরা যে যার মতো একেক দিকে ছড়িয়ে পড়লেও আইয়ুব বাচ্চু ব্যান্ডদল ‘ফিলিংস’র সঙ্গে যুক্ত হয়ে যান। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এই ব্যান্ডের লিডগিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’। বাংলা ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন আইয়ুব বাচ্চু মঞ্চ পারফরম্যান্সে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত এই গুণীশিল্পীর ডাকনাম রবিন। মূলত রক ধাঁচের কণ্ঠের অধিকারী হলেও আধুনিক, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়েছেন ‘এবি’।



আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো,  ‘এই রূপালি গিটার ফেলে একদিন...’। এসব গান বছরের পর বছর ধরে দর্শকশ্রোতাদের মুখে মুখে।

তার একক অ্যালবামের মধ্যে- রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), একা (১৯৯৯), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ইত্যাদি উল্লেখযোগ্য। এলআরবি ব্যান্ডের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো- জীবনের গল্প (২০১৫), ফেরারী মন (১৯৯৬)।

কিংবদন্তি এই সংগীতশিল্পীর জীবনাবসানে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমেও তার স্মৃতিচারণ করে প্রয়াত এই শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা।



আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে জেমস এর লাইভ কনসার্ট - https://youtu.be/CVEFArOHBuw



যে কারণে স্ত্রী−সন্তান থাকা সত্ত্বেও একা থাকতেন আইয়ুব বাচ্চু | আসল ঘটনাটা কী | Ayub Bacchu | LRB -

Link : - https://youtu.be/cXriJECBJiY



বেরিয়ে এলো আইয়ুব বাচ্চুর সেই গোপন দানের কথা, যা বেঁচে থাকতে কাওকে বলতে নিষেধ করে গেছেন - https://youtu.be/n2fUtkOe4P4



রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music

Subscribe here : - http://tiny.cc/xw7ixy

Saturday, April 28, 2018

ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন || Na dekhle chorom miss korben


ছুট্ট পিচ্চিটার কান্ড না দেখলে বুঝতেই পারবেন না কি মিস করতেছিলেন ||  Na dekhle chorom miss korben

না দেখলে বিশ্বাসই করবেন না যে এতটুকু একটা পিচ্চি দেশ-মহাদেশ সম্পর্কে এতো জানে 

পৃথিবীর মহাদেশ কয়টি ও কি কি?
বাংলাদেশের বিভাগ কয়টি?
বিভাগের নাম গুলো কি?
কোন বিভাগে কতটি জেলা?
জেলা গুলোর নাম কি?
এই সবগুলো প্রশ্নের অবাক করা উত্তর দিচ্ছে এতটুকুন একটা পিচ্চি।
না দেখলে কখনোই বিশ্বাস করবেন না! নিজে দেখুন ও শেয়ার করে অপর কে দেখার সুযোগ করে দিন।






Please শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন।

Sunday, April 22, 2018

gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...



Gouro prem samle rakhte parbi ki tora || গৌর প্রেম সামলে রাখতে পারবি কি ...








Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...

Loke bole lalon fokir kun jater sele lyrics by Sheetal ।। লোকে বলে লালন ...



মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে Milon Hobe koto dine amar moner manuser o sone



শিরোনামঃ মিলন হবে কত দিনে

লালনগীতি

ডাউনলোড লিঙ্কঃ https://youtu.be/YlMhrJeuojw



মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে।।

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছি কালো শশী

হব বলে চরণ দাসী,

ও তা হয় না কপাল গুণে।।









মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ,

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে।।

যখন ও-রূপ স্মরণ হয়,

থাকে না লোকলজ্জার ভয়

লালন ফকির ভেবে বলে সদাই

ও প্রেম যে করে সেই জানে।।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song

চাঁদের গায়ে চাঁদ লেগেছে ।। Chader gaye Chad legese ।। Lalon Song



Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু

Rasul bole a duniay khukon baul ।। রাসুল বলে এ দুনিয়ায় খোকন সাধু



Featured Post

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu ...

রুপালী গিটার ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আইয়ুব বাচ্চু | Ayub Bachchu Dead | Legend of banga music #Subscribe here : - http://tiny.cc/xw7...